তানোর প্রতিনিধি: ঐতিহ্যবাহী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে ও মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫ইং, ০১ বৈশাখ ১৪৩২বাং) সকাল ১১টায় রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তানোর পৌর শহরের গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করেন।
স্থানীয় বিভিন্ন বয়সী ও নানা শ্রেণী-পেশার শতাধিক গ্রামবাসী কর্মসূচিতে অংশ নেন। একইসাথে স্বেচ্ছাসেবী যুব সংগঠন স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে সহযাত্রী হিসেবে অংশগ্রহন করে।
স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক অমিত হাসান রনির সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ। কর্মসূচিতে স্থানীয় গ্রামবাসীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু। কর্মসূচিতে বক্তব্য দেন, উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওন, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সদস্য হাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা আলম প্রামানিক প্রমূখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, “মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর (৫) অনুযায়ী- খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাইবে না বা উক্ত রুপ জায়গার অন্য কোনভাবে ব্যবহার করা যাইবে না বা উক্ত/অনুরুপ ভাবে ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনভাবে হস্তান্তর করা যাইবে না। অথচ সেই আইনকে বৃদ্ধাঙ্গুুলি দেখিয়ে ঐতিহ্যবাহী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।”
বক্তারা আরো বলেন, ‘শিশু-কিশোর-যুবদের শারীরিক ও মানুষিক স্বাভাবিক গঠন ও বৃদ্ধি অব্যহত রাখতে এবং অপসংস্কৃতিমুক্ত ও মানববিক সমাজ গঠনে খোলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা করার জন্য উন্মুক্ত মাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। অন্যদিকে শিক্ষিত ও দক্ষ মানুষ গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অতুলনীয়। বিধায় একটি নগরে শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠ দুটিই থাকতে হবে। আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানের যুগপোযোগী মানউন্নয়ন হোক। একই সাথেই খেলার মাঠ উন্মুক্ত থাকুক, খেলার মাঠে সকলের প্রবেশাধিকার অক্ষুন্ন থাকুক। মাঠ রক্ষা করেই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।”
উন্নয়ন করতে গিয়ে যদি মাঠ ধ্বংস হয় তবে সেই উন্নয়ন কাজ করার ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করতে হবে। প্রয়োজনে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। অন্যত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ করতে হবে। নির্মাণকাজের ক্ষেত্রে সরকারের সহযোগিতা নিতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।
মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষে আগামীকাল মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৯টায় রাজশাহী তানোর পৌর শহরের গোকুল মথুরা ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গন থেকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় অভিমূখে লং মার্চ কর্মসূচি এবং রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় শহিদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি, অবস্থান কর্মসূচি পরবর্তী জেলা প্রশাসক বরবার স্মারকলিপি প্রদানের নতুন কর্মসূচি ঘোষনা করা হয়। তানোর পৌর শহরের গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজ ও স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন, উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওন।