থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

অনলাইন ডেস্ক : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও মেতেছে বর্ষবরণ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে। পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম এক পোস্ট দিয়ে কিছু ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

বর্তমানে অভিনেত্রী ছুটি কাটাতে গেছেন থাইল্যান্ড। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন। ছবি শেয়ার করে মিম ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা — শুভ নববর্ষ।’

ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, নববর্ষের সাজে মিষ্টি হাসিতে ফুল বাগানে ধরা দিয়েছেন তিনি। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘শুভ নববর্ষ সুন্দরী।’ আরেকজনের কথায়, ‘মাশাল্লাহ অনেক কিউট লাগছে আপনাকে।’

আরও পড়ুনঃ  অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুনঃ  বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *