গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির পায়ের জাদুতে বুদ হয়ে কতশত ভক্ত যে তাদের সন্তানের নামের সঙ্গে মেসি জুড়ে দিয়েছেন তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে এমনটা যে হরহামেশাই ঘটে তা আর বলার অপেক্ষা রাখে না। অবাক করা ব্যাপার মেসির নামও রাখা হয়েছিল একজন তারকার নাম থেকে অনুপ্রাণিত হয়ে!

মেসির জন্মের আগে তার জন্য কোনো নাম ঠিক করা ছিল না। তার মায়ের পছন্দের নামের মধ্যে ‘Leonel’ একটা ছিল। মূলত আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক-গীতিকার লিওনেল রিচির নামের সঙ্গে মিল রেখেই মেসির বাবা লিওনেল নামটা ঠিক করেন। পরে সেই নামেই পরিচিতি পান এই ফুটবল তারকা।

আরও পড়ুনঃ  জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

এই গল্পটা মেসির মা নিজেই শুনিয়েছেন। ২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া একটি সাক্ষাৎকারে মারিয়া কুচ্চিত্তিনি এমনটাই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, “আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস করব।” সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে নাম রাখায়।’

আরও পড়ুনঃ  ‘১৯-২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে’

‘ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় “Leonel” নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে “Lionel”। তখন আমি বলি, “এটা তুমি কী করলে!” সে আমাকে বলল, “আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি।”’

সময়ের পরিক্রমায় জনপ্রিয়তার মানদণ্ডে রিচিকেও ছাড়িয়ে গেছেন মেসি। যদিও দুজন দুই জগতের তারকা। তারপরও সবদিক বিবেচনায় মেসিই এগিয়ে। একই নামের দুই তারকার এবার সামনাসামনি দেখাও হয়েছে।

গত বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায়, ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। যে ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। এই ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে দেখা হয় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের একসময়ের এই জনপ্রিয় তারকার।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সরাসরি দেখা যাবে যে চ্যানেলে

মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রিচি ক্যাপশনে লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন… আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *