• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৭:২১

বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে ইঞ্জিল চালিত ভটভটি গাড়ি উল্টে ১৮ পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কাতিলা সবুজ সংঘ হাইস্কুল ও কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলার আচিনঘাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ও আচিনঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের (ভোক) শাখার এসএসসি পরীক্ষার্থীরা দুইটি ভটভটি যোগে বাড়িতে ফিরছিল। দুইটি গাড়িতে প্রায় ৩০ জন পরীক্ষার্থী ছিল। ভটভটি আহসানগঞ্জ- ভবানীগঞ্জ সড়কের চানপাড়া আর্দশ টেকনিক্যাল কলেজ মোড়ে পৌঁছালে ছাত্রদের বহনকরা গাড়িটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশে থাকা একটি ইটের ঘর ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরের ভটভটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ভটভটিতে থাকা পরীক্ষার্থীর ধাক্কায় ও ছিটকে পড়ে আহত হয়। অনেকে পাশের ধানখেতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আচিনঘাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পরেই তিনিসহ শিক্ষকেরা হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে খোঁজ খবর নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675