স্টাফ রিপোর্টার : তানোর পৌর শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে বর্তমানে কিংবা ভবিষ্যতে বহুতল ভবনসহ যেকোন ধরণের স্থাপনা নির্মাণের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করাসহ তিন দফা দাবিতে তানোর টু রাজশাহী লংমার্চ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। তানোর পৌর শহরের গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজের উদ্যেগে এসব এ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় বিভিন্ন বয়সী ও নানা শ্রেণী-পেশার একদল স্থানীয় বাসিন্দা গ্রামবাসীর প্রতিনিধি হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’ তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে সহযাত্রী হিসেবে অংশ নেয়।
রাজশাহীর তানোর পৌর শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ প্রাঙ্গন থেকে তারা লংমার্চ কর্মসূচি শুরু করে পৌর শহরের তানোর থানার সামনে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও পথসভা পালন করেন। এছাড়াও বায়া মোড়, আমচত্বর মোড়, রেলগেট, বর্ণালী মোড়, সিএন্ডবি মোড় সহ লংমার্চ কর্মসূচি চলাকালে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তারা সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও পথসভা করেন।

রাজশাহীর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে তারা লংমার্চ কর্মসূচি শেষে সেখানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন। লংমার্চকালে এতে অংশগ্রহণকারীর ‘ঐতিহ্যবাহী শতবর্ষী খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ বন্ধ কর-করতে হবে’, ‘মাঠ দখল বন্ধ কর-করতে হবে’ সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, গোকুল মথুরা গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ। ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জুলাই ৩৬ পরিষদের আহবায়ক মাহমুদ জামাল কাদেরী, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু, উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন, সামাজিক কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, গোকুল মথুরা গ্রামের বাসিন্দা আলম প্রামানিক প্রমূখ।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ‘তানোর পৌর শহরের বা গ্রামের মানুষ কতটা অসহায় হলে তানোর থেকে রাজশাহী প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘপথ লংমার্চ করে শুধু নিজেদের সমস্যার কথা জানানোর জন্য আর পরবর্তী প্রজন্মের শারীরিক ও মানুষিক স্বাভাবিক গঠন ও বৃদ্ধি অব্যহত রাখতে এবং অপসংস্কৃতিমুক্ত ও মানববিক সমাজ গঠনের স্বার্থে দাবি আদায়ের লক্ষ্যে।’

আইনকে বৃদ্ধাঙ্গুুলি দেখিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে খেলার মাঠটি রক্ষার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, ‘আমারা যারা গ্রামবাসীরা এ ঐতিহ্যবাহী শতবর্ষী খেলার মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছি- আন্দোলন করছি, তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।’
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ শেষে তারা রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার হাতে গোকুল মথুরা গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন যৌথ স্বাক্ষরিত তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপির কপি তুলে দেন। স্বারকলিপির কপির সাথে তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে সংহতি প্রকাশ করে ২০৮ জনের করা গণস্বাক্ষর ও আইনের (২০০০ সনের ৩৬ নং আইন) কপি সংযুক্ত করেন।

স্বারকলিপিতে রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে বর্তমানে কিংবা ভবিষ্যতে বহুতল ভবনসহ যেকোন ধরণের স্থাপনা নির্মাণের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি ছাড়াও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইন-নীতিমালার তোয়াক্কা না করে আইন বহির্ভূতভাবেই পূর্বে গৃহীত উন্মুক্ত ও ব্যবহৃত মাঠটিতে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে নকশা, ছাড়পত্র ও অনুমোদনসহ সকল কিছু অবিলম্বে বাতিল করার এবং সরকারি মাস্টারপ্ল্যানে এই প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠটিকে ‘সংরক্ষিত’ উন্মুক্ত মাঠ হিসেবে অর্šÍভূক্ত করা ও একই সাথে সকলের প্রবেশাধিকার ও ব্যবহার অক্ষুন্ন রাখার দাবি জানান তারা।
রাজশাহীর জেলা প্রশাসকের পাশাপাশি তারা প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণায়, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব, বাংলাদেশ পুলিশের আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর প্রুফ অফ ডেলিভারি (পি.ও.ডি) সহ গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট – জি.ই.পিকৃত ডাকযোগে স্মরকলিপির কপি প্রেরণ করেছেন।