স্টাফ রিপোর্টার: এপেক্স ক্লাবস অব বাংলাদেশ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর- ১৪৩২ কে বরণ করে নিয়েছে । গত সোমবার (১৪ এপ্রিল) এশিয়ার সবচেয়ে সুন্দর শহর ক্লিন সিটি ও গ্রিন সিটি রাজশাহীতে এপেক্স বাংলাদেশের জেলা-৯ এর সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।সকাল ৮টা থেকে শুরু হয় বিভিন্ন আয়োজন, এই আয়োজনে ছিল, র্যালি, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোমুগ্ধকর গানের আয়োজন।প্রতিযোগিতা শেষে সকল বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।মনমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত এপেক্সিয়ানদের আপ্যায়ন করা হয় পান্তা-ইলিশসহ রকমারি বাঙালিয়ানা ভর্তা দিয়ে। এ ছাড়া দই, মিস্টি আর মুড়ি মুড়কিও।

এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে জাতীয় সভাপতি এপে. এম সায়েম টিপু। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সহসভাপতি এপে. আবু নাঈম মো. মাকসুদুর রহমান, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, এপেক্সিয়ান মো. আনিসুজ্জামান শাতিল, অতীত জাতীয় সভাপতি এপে. মো. আব্দুল মতিন শিকদার, ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর (এনএডি) এপে. মো. রফিকুল ইসলাম, জেলা গভর্ণর-২ এপে. মো. রাবিব হাসান, জেলা গভর্ণর-৯ এপে. মো. মাসুদ রানা প্রমুখ।
একই দিন জেলা-৯ এর দুইটি ক্লাবের বার্ষিক পালাবদল অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্লাবগুলো হলো এপেক্স ক্লাব অব রাজশাহী এবং এপেক্স ক্লাব অব বরেন্দ্র।
বর্ষবরণ ও পালাবদল অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা-৯ এর সাবেক গভর্নর এপে. মো. ফারুক হোসেন, এপেক্স ক্লাব অব নরসিংদীর লাইফ মেম্বার এপে. মোস্তাক আহমেদ ভুঁইয়া, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের সাবেক সভাপতি এপে. মো. ফারুক হোসেনসহ সারা দেশ থেকে প্রায় অর্ধশতাধিক এপেক্সিয়ান।