গত কয়েক বছরে নওগাঁ জেলায় যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় সমাপ্ত কাজগুলোর সুফল পেতে শুরু করেছে জনগণ। নওগাঁ সড়ক বিভাগের তথ্য মতে, সে সকল প্রকল্পের কাজ শেষ হয়েছে সেগুলো হলো- ১২,৭৮৬.২৮ লাখ টাকা ব্যয়ে ৬৭.৫০ কিলোমিটার পতœীতলা-সাপাহার-রহনপুর সড়ক উন্নয়ন, ৬,৭৯১.০৯ লাখ টাকা ব্যয়ে মহাদেবপুর (খেয়াঘাটে আত্রাই নদীর ওপর ২৫৯ মিটার দীর্ঘ) ও বদলগাছী ব্রীজ নির্মাণসহ ৩৩ কিলোমিটার নওগাঁ-বদলগাছী-পত্নীতলা সড়ক উন্নয়ন, ৭৩৩.১৫ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট-আক্কেলপুর-বদলগাছী ১১ কিলোমিটার সড়ক উন্নয়ন, ৬৮৩.৫২ লাখ টাকা ব্যয়ে পতœীতলা-শিবপুর লিংক ৯.৯০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ।
এছাড়াও জেলার বিভিন্ন সড়কে সংযোগসেতু নির্মিত হয়েছে ৮টি। ৫১৭.২৫ লাখ টাকা ব্যয়ে বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা -ধামইরহাট-জয়পুরহাট সড়কে ৩৬.৬০ মিটার দীর্ঘ আমাইতারা সেতু ও ৪৮.৮০ মিটার দীর্ঘ শৈল্পী সেতু, ২৯০.৫৩ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট-আক্কেলপুর-বদলগাছী সড়কে ২৫ মিটার দীর্ঘ বিষ্ণুপুর সেতু, ৩৩০.৪৫ লাখ টাকা ব্যয়ে নওগাঁ-বদলগাছী-পত্নীতলা -সাপাহার-পোরশা-রহনপুর সড়কে ৩০.১৮ মিটার দীর্ঘ পাহাড়পুর সেতু, ১৯১.২৭ লাখ টাকা ব্যয়ে মান্দা-নিয়ামতপুর সড়কে ৩৭.৯৪ মিটার দীর্ঘ শান্তা সেতু, ৩১১.০৬ লাখ টাকা ব্যয়ে নওগাঁ-আত্রাই-নাটোর সড়কে ২৫.৭৪ মিটার দীর্ঘ ইলশাবাড়ী সেতু, ২৯৫. ৯০ লাখ টাকা ব্যয়ে আত্রাই-সিংড়া-নাটোর সড়কে ২২.৫৭ মিটার দীর্ঘ সাহেবগঞ্জ সেতু ইতিমধ্যে জনসাধানণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এসব পথে চলাচলকারী পথযাত্রীরা পেতে শুরু করেছে এ সকল উন্নয়নযজ্ঞের সুফল।
এছাড়া এ অঞ্চলের সর্বসাধারণের অবাধ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে জেলায় মোট ১৫৬ কিলোমিটার দৈর্ঘ্যরে আরও বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা যায়। এগুলো হলো: মান্দা-নিয়ামতপুর-পোরশা সড়ককে মহাসড়কে রূপান্তর, বগুড়া-নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা সড়ক উন্নয়ন, ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়ক উন্নয়ন, সান্তাহার-আত্রাই মহাসড়ক উন্নয়ন, নওগাঁ-বদলগাছী-পত্নীতলা সড়ক উন্নয়ন, সাপাহার-পোরশা-রহনপুর সড়ক উন্নয়ন, মহাদেবপুর-সরাইগাছি-পোরশা সড়ক উন্নয়ন, জয়পুরহাট-বদলগাছী সড়কসহ বিভিন্ন স্থানে আরও ৩টি আঞ্চলিক সড়ক উন্নয়ন।
জানা যায়, উন্নয়নকাজ চলমান সড়কগুলোত থাকবে চার লেন ও ডিভাইডার। এসব ডিভাইডারের মাঝে ফুলগাছ রোপণ করাসহ রাতের চলাচল নিরাপদ ও নির্বিঘ্নে করণে স্থাপন করা হবে নান্দনিক বৈদ্যুতিক বাতি। এছাড়া থাকবে আধুনিক মানের সাইন সিগন্যাল ব্যবস্থা।
আশা করা হচ্ছে, এসব উন্নয়নকাজ সমাপ্ত হলে কৃষিনির্ভর এ জেলায় ফসল, সবজি, ফল-ফলাদিসহ অন্যান্য কৃষিজাত পণ্যের পরিবহন ও বাজারজাতকরণের জন্য দেশব্যাপী বিস্তৃত বাজার সৃষ্টি হবে; এর ফলে সারাদেশে দ্রুতগতিতে টাটকা পণ্য পৌঁছে দেয়ার মাধ্যমে এই অঞ্চলের কৃষকরা নিজেদের ফসলের ন্যায্যমূল্য আরও সহজে ঘরে তুলতে পাববে। একইসঙ্গে উত্তরাঞ্চলের অন্যতম শস্যভান্ডার খ্যাত নওগাঁর সকল উপজেলায় নতুন নতুন কৃষিভিত্তিক শিল্প কল-কারখানা গড়ে উঠবে; এতে করে একদিকে এলাকার উন্নয়ন হবে পাশাপাশি হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।
এসবের পাশাপাশি এই অঞ্চলের অসুস্থ মানুষ দ্রুত আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য সহজে বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে যেয়ে চিকিৎসা নেয়ার মাধ্যমে আরও নিরাপদ ও সুস্থ জীবনযাপনের সুযোগ পাবে।