স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজ এর উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন -২০২৩’ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০:২০ মিনিটে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা।
শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ^শান্তি ও বঙ্গবন্ধু বিষয়ে তথ্যবহুল ও উপভোগ্য আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা বঙ্গবন্ধুকে শান্তির কা-রী হিসেবে অভিহিত করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা বঙ্গবন্ধুকে চিরশান্তির প্রতীক এবং বঙ্গবন্ধুর শান্তি নীতি বাকিদের জন্য চিরস্মরণীয় বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।