রাজশাহীতে ২০ কিলোমিটার  সাঁতার প্রতিযোগিতা

রাজশাহীতে ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বেঙ্গল ডলফিনস নামের একটি সংগঠন শুক্রবার সকালে এ আয়োজন করে। জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে এ দিন সকাল ৮টায় নগরীর টি-বাঁধ এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

এ সময় জেলা প্রশাসক বলেন, সুস্থ শরীর ও মনের জন্য সাঁতার অত্যন্ত কার্যকরী খেলা। এ আয়োজনের মধ্য দিয়ে সাঁতারুদের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছাস প্রকাশ পেয়েছে। এ রকম আয়োজন নিয়মিত হওয়া উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সরকারি শারীরিক কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাঘায় পুকুরে ডুবে এক নারীর মৃত্যু

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারাদেশ থেকে নাম নিবন্ধন করেছিলেন ৩০ জন। তবে ২৭ জন সাঁতারু অংশ নেন। তাঁরা সকাল ৯টায় রাজশাহী নগরীর টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এরপর ২০ কিলোমিটার সাঁতরিয়ে দুপুরে জেলার চারঘাট উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছান।

আরও পড়ুনঃ  ভাই হত্যা, বোন ও তার দুই ছেলে গ্রেপ্তার

আয়োজকরা বলছেন, প্রতিবছর দেশে বহু মানুষ ও শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সকলকে সাঁতার শেখার আহবান জানাতে ও জনসচেতনতা তৈরী করতেই এ আয়োজন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *