• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিএনপির আন্দোলন সরকারের ভিত নড়ে গেছে: মিনু

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ১০:২৭

বিএনপির আন্দোলন সরকারের ভিত নড়ে গেছে: মিনু

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপিরর আহবায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে সারাদেশব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাকে আটক করে রিমান্ডে নিয়েছে।’

আরও পড়ুনঃ  দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ প্রমুখ।

আরও পড়ুনঃ  সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভূবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।

সর্বশেষ সংবাদ

ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ৩:৩৩
২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ৩:৩৩
এবার দল কিনলেন শচীন কন্যা
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ৩:৩৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675