ঢাকাFriday , 2 June 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

কেন রাজের দিকে আঙুল তুলছেন না পরীমণি? নায়িকার মতিগতি দেখে হতাশ তসলিমা নাসরিন

Asha Mony
June 2, 2023 11:19 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ বিতর্কে পরীমণি। নায়িকার স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে ছড়িয়ে পড়েছে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা এবং নাজিফা তুষি— এই তিন নায়িকার গোপন ভিডিয়ো ও ছবি। এই ঘটনার পর পরীমণির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সুনেরাহ। একে অপরকে দোষারোপের পালা জারি। গত ১০ দিন ধরে নাকি রাজের সঙ্গে কোনও যোগাযোগ নেই পরীর। এমনটাই দাবি জানিয়েছেন নায়িকা। তার পর রাজের বিবৃতিতেও খানিকটা ইঙ্গিত ছিল পরীমণির দিকেই।

সবাই যখন পরোক্ষ ভাবে অভিনেত্রীর দিকে প্রশ্ন তুলছেন, ঠিক সে সময় পোস্ট এল লেখিকা তসলিমা নাসরিনের তরফে। পরীমণির এই ঘটনার প্রসঙ্গে তিনি লেখেন, “বাংলাদেশের সিনেমার নায়িকা পরীমণিকে আমি সরল এবং বুদ্ধিমতী বলে মনে করি।” নায়িকাকে মানুষ হিসাবে অনেক বেশি নম্বর দিচ্ছেন লেখিকা। পরীমণি বরাবরই সব কথা স্পষ্ট করে বলতে ভালবাসেন। স্বামীর সঙ্গে ঝগড়া হোক কিংবা আনন্দের মুহূর্ত— সব কিছুই সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। রাখঢাক না করে তাঁর এই চাঁছাছোলা কথা বলার স্বভাব ভাল লেগেছিল লেখিকার। তিনি ভেবেছিলেন ভিড়ের মধ্যে একটু হলেও আলাদা এই নায়িকা।

কিন্তু তাঁর এই ধারণা যে ভুল, সেটা ভেবেই হতাশ হলেন লেখিকা। তসলিমা লেখেন, “পরীমণি বলেছেন রাজকে তাঁর জীবন থেকে ছিনিয়ে নেওয়ার দায় সম্পূর্ণই সুনেহরার। তিনি সুনেরাহকে ভৎসর্না করলেন। আমি অবাক হলাম, রাজ যদি তাঁর স্ত্রীকে ঠকিয়ে থাকেন, স্ত্রীকে চিট করে অন্য কারও সঙ্গে জীবনযাপন করেন, তা হলে দোষ রাজের না হয়ে অন্যের হবে কেন? পরীমণি রাজকে দোষ দিলেন না। তিনি দোষ দিলেন সুনেরাহকে, মেয়েটিকে। অধিকাংশ মেয়েই পুরুষের দোষ দেখতে পান না। সমস্ত অঘটনের মূলে তাঁরা মনে করেন, আছে মেয়েরাই। পরীমণিও তা-ই করলেন। ভিড়ে মিশে গেলেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০