• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে চুরি করতে দেখে ফেলায় নারীকে খুন, আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ১০:০৩

নগরীতে চুরি করতে দেখে ফেলায় নারীকে খুন, আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি বেগমকে (৫১) হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এই তরুণ চুরি করতে ওই নারীর বাসায় চুরি করতে গিয়েছিলেন। বিউটি বেগম দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছিল।

গ্রেপ্তার তরুণের নাম ওমর ফারুক মৃদুল (২১)। তিনি একই এলাকার আফতাব উদ্দিন মিরুর ছেলে। নিহত বিউটি বেগম তার ছেলে আবদুল কাদেরের সঙ্গে বসবাস করতেন। ছেলের মোবাইল ব্যাংকিংয়ের দোকান আছে। যেদিন বিউটি খুন হন, সেদিন তার আলমারী ভেঙে সাড়ে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল। ছেলে কাদেরের ব্যবসায়ীক কাজের টাকা ছিল এগুলো।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী বোর্ডে উপস্থিত ৯৯ ভাগ

বিউটি খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি মৃদুলকে শনাক্ত করে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। পরে সোমবার ভোরে বরিশালের মুলাদী থানার চরকালেকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজশাহী এনে মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৭

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, গত ১১ মার্চ রাতে বিউটির বাড়ি ফাঁকা দেখে মৃদুল দেওয়াল টপকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় কাদেরের মা চলে আসায় মৃদুল খাটের নিচে লুকিয়ে পড়েন। এরপর কাদেরের মা ঘুমিয়ে পড়লে মৃদুল আলমারি খোলার চেষ্টা করেন। এ শব্দে কাদেরের মা জেগে উঠে পাইপ দিয়ে আসামি মৃদুলকে আঘাত করার চেষ্টা করেন। তখন মৃদুল তাকে ধাক্কা দিলে খাটের সাথে লেগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর মৃদুল আলমারির তালা ভেঙ্গে টাকা নিয়ে চলে যাওয়ার সময় দেখেন, কাদেরের মা তাকিয়ে আছেন। এ সময় তার গলায় একটা কাপড় পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম গ্রেফতার

তিনি আরও জানান, আসামিকে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেছেন। আদালত ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেছেন। এরপর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675