ঢাকাMonday , 5 June 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

৭ দিনের আলাপে মাত্র ১৬ বছর বয়সে কেন রাজেশকে বিয়ে করেছিলেন ডিম্পল?

Asha Mony
June 5, 2023 2:08 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ মাত্র ষোলো বছর বয়সে অভিনেত্রী ভিম্পল কপাডিয়া বিয়ে করেন রাজেশ খন্নাকে। নায়ক রাজেশ তখন খ্যাতির মধ্যগগনে। ইতিমধ্যে ডিম্পল ঘোষণা করেছিলেন, বিয়ের পর আর অভিনয় করবেন না। ১৯৭৩ সালে বিয়ে হয় রাজেশ-ডিম্পলের। এর মাসখানেক পরেই মুক্তি পায় ডিম্পল অভিনীত বিপুল জনপ্রিয় ছবি ‘ববি’। ডিম্পল পরে একাধিক বার জানিয়েছিলেন, তিনি জানতেন রাজেশের সঙ্গে বিয়ে টিকবে না।

ভালবেসে বিয়ে করেছিলেন যদিও, কিন্তু অল্প দিনের আলাপেই বিয়ে সেরে ফেলেন তাঁরা। ডিম্পলের কথায়, “সাত দিন খুব নিবিড় ভাবে চিনেছিলাম ওকে। আমদাবাদে একটা শো করতে গিয়েছিলাম চাটার্ড বিমানে। রাজেশ আমার পাশে বসেছিল, কিন্তু একটা শব্দও উচ্চারণ করেনি। যখন বিমান অবতরণ করবে, ও হঠাৎ ঘুরে আমার চোখের দিকে তাকাল। বলল, ও চায় যে আমি ওকে বিয়ে করি।”

কিন্তু রাজেশকে বিয়ে করার দিন থেকেই সব শান্তি চলে গেল সংসারের, এমনই জানান ডিম্পল। রাজেশই নাকি ডিম্পলকে অভিনয় থেকে সরে আসতে বাধ্য করেছিলেন। ডিম্পল বলেন, “তখন বয়স অল্প ছিল। ‘ববি’ হিট করেছিল, কিন্তু সেটা যে কত গুরুত্বপূর্ণ আমার কেরিয়ারে, বুঝিনি। রাজেশের বাড়ি ‘আশীর্বাদ’- এ পা রাখার পর পরই মনে হয়েছিল, বিয়েটা টিকবে না।” ডিম্পলের কথায়, “বিয়েটা ছিল একটা প্রহসন।”

১৯৮২ সালে আলাদা হয়ে যান তাঁরা। ডিম্পল মা-বাবার কাছে ফিরে আসেন। যদিও আইনত বিবাহবিচ্ছেদ হয়নি তাঁদের। রাজেশ প্রয়াত হন ২০১২ সালে। অভিনেতাও এক সময় বলেছিলেন, “আমরা আলাদা থাকি বটে, কিন্তু আমাদের তো বিচ্ছেদ হয়নি কখনও।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০