রাজশাহীতে ফেনসিডিলসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: গতকাল রাজশাহী জেলার চারঘাট থানাধীন সিসাতলা বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ১৮২ বোতল ফেনসিডিলসহ শামীম আহমেদ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বাড়ি পুঠিয়ার তারাপুর গ্রামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

র‌্যাব জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন সিসাতলা এলাকা হতে বানেশ্বর যাওয়ার উদ্দেশ্যে ০১টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি যোগে যাত্রীবেশে ০১ জন লোক ০১ (এক) টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর আমের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। বিষয়টি জানামাত্র ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন সলুয়া ইউনিয়নের সিসাতলা বাজারে পূর্ব পার্শ্বে মোঃ আয়ুব আলী (৫৯) এর ইটভাটার সামনে পাঁকা রাস্তার ধারে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানের সামনে বাম পাশে বসে থাকা যাত্রীবেশে ০১ জন ব্যক্তি নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই তাকে আটক করে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *