মৌলিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ

মৌলিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ-২০২৩ কার্যক্রম পরিচালিত হয়। সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিলো এপেক্স বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম রাজু, ভাইস চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট, রাজশাহী সিটি ইউনিট ও প্রফেসর মোঃ তানবিরুল আলম, কার্যনিবাহী পর্ষদ সদস্য-রেড ক্রিসেন্ট, রাজশাহী সিটি ইউনিট, সমন্বয়ক হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা।

আরও পড়ুনঃ  তানোর টু রাজশাহী লংমার্চ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

আরও উপস্থিত ছিলেন কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ এবং রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ্রীন আজাদ। উক্ত প্রশিক্ষণে সঞ্চালনা করেন অত্র কলেজের শিক্ষার্থী তামান্না ইমাম ঐশী।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *