ঢাকাSaturday , 24 June 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন

Somoyer Kotha
June 24, 2023 9:37 pm
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

রাজশাহী জেলা ইউনিটের বিভিন্ন সময়ের আজীবন সদস্য ও বার্ষিক সদস্যবৃন্দের উপস্থিতিতে উক্ত স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্।

কমিশনার জাহাঙ্গীর আলম মন্ডল ও নির্বাচন কমিশনার এস.এম একরামুল হককে সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সুশান্ত সরকার বক্তব্যে বলেন, প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল না থাকায় নির্বাচন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দিতা না থাকায় তিনি নির্বাচিত সকলের নাম ঘোষনা করেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে মোঃ জাকিরুল ইসলাম সান্টু, সেক্রেটারী হিসেবে মোঃ আবু সালেহ্ এবং সদস্য হিসেবে ৫ জন মোঃ আবুল কালাম আজাদ, মো: আসাদুজ্জামান, মোঃ মকিদুজ্জামান, মোঃ সিদ্দিক আলম এবং পঙ্কজ কুমার দে এর নাম ঘোষণা করেন। এছাড়াও পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ৩ জন সদস্যের তালিকা উল্লেখ করেন। তারা হলেন একমাত্র মহিলা সদস্য ইয়াসমিন রেজা ফেন্সি, মোঃ রবিউল আলম এবং মোঃ তাসকিন পারভেজ।

বিশেষ সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুর জামান শহিদ, সহ সভাপতি ও জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও আজীবন সদস্য অ্যাডঃ নাসরীন আক্তার মিতা, কার্য্য-নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন রেজা ফেন্সি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও জেলা ইউনিটের আজীবন সদস্য বিপাশা খাতুন, উপদপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু ও ইউনিটের ইউনিট লেভেল অফিসার এস.এম তৌকির আহমেদ। সাধারণ সভায় উপস্থিত ছিলেন যুবপ্রধান সোলাইমান রকি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।