• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীর সেই নির্বাচন কর্মকর্তার বদলি

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ৮:২৯

রাজশাহীর সেই নির্বাচন কর্মকর্তার বদলি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সোমবার এই প্রজ্ঞাপনে সই করেন।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ জুন দিবাগত রাতে নগরীর সাগরপাড়া এলাকায় আবুল হোসেনের ভাড়া বাসায় যান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। এ সময় তাকে অবরুদ্ধ করা হয়।

লিমন এবং তার পরিবার এই নির্বাচনে নৌকার পক্ষে ছিলেন না বলে অভিযোগ আছে। লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন এই নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি জিতেছেন। লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসায় অবরুদ্ধ করা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের দাবি, মামার বিজয় নিশ্চিত করার জন্য লিমন তাঁর বাসায় গিয়েছিলেন টাকা নিয়ে। অবরুদ্ধ করার সময় দুজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

যদিও নির্বাচন কর্মকর্তা সেই অভিযোগ অস্বীকার করেছেন। ওই রাতে লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে উদ্ধার করেছিল পুলিশ। পরদিন মুচলেকা নিয়ে লিমনের বাবা জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ দিন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। এই নির্বাচনে আবুল হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাসায় ঘটে যাওয়া ওই ঘটনার পর নির্বাচন সংক্রান্ত কোন কাজে তাকে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এরইমধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন। তবে শেষপর্যন্ত তাঁকে বদলি করা হলো। বদলির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জুলাইয়ের মধ্যে আবুল হোসেনকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করতে হবে। যোগদান না করলেও ৬ জুলাই তিনি রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুনঃ  ধর্ম উপদেষ্টা কাল রাজশাহী আসছেন

একই প্রজ্ঞাপনে দিনাজপুর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিককে রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এ দায়িত্বে পাশাপাশি তিনি দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675