• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নানা অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশ পরিদর্শক ফিরলেন একই তদন্ত কেন্দ্রে

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ১১:২৪

নানা অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশ পরিদর্শক ফিরলেন একই তদন্ত কেন্দ্রে

স্টাফ রিপোর্টার: তিন বছর আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন পুলিশ পরিদর্শক আবদুল বারী। সে সময় সেবাপ্রার্থীদের গালাগালি, অহেতুক মারধরসহ নানা অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ পড়েছিল পুলিশ সুপারের (এসপি) কাছেও। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। তিন বছর পর সেই বারীই আবার ফিরেছেন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।

সম্প্রতি রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন এক আদেশে আবদুল বারীকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে বদলি করেন। এর আগে তিনি পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। বদলির আদেশের পর রোববার সকালে আবদুল বারী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়েছেন। তিন বছর আগে যারা বারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তারা এখন উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

প্রেমতলী বাজারে ২০২০ সালের এপ্রিলে পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন ওই এলাকার বাসিন্দা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাদশা। তিনি বলেন, ‘সে সময় করোনা ছিল। এলাকার এক ব্যক্তি বাইরে থেকে এসে কোয়ারেন্টাইন মানছিলেন না। বিষয়টি তদন্ত কেন্দ্রে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য আমি এসপিকে ফোন করে বলেছিলাম। তৎকালীন এসপি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হয়েছিলেন ইনচার্জ আবদুল বারী। তিনি তিনজন এএসআইকে দিয়ে আমাকে কৌশলে ডেকে সবার সামনে মারধর করেন।’

আরও পড়ুনঃ  বাঘায় শান্তি ও সম্প্রীতি করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাদশাকে পেটানোর বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত কেন্দ্র থেকে সে সময় তিনজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়। ওই সময় ইনচার্জ আবদুল বারীর দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। কোন কাজে ফাঁড়িতে গেলেই পুলিশের এই কর্মকর্তা দুর্ব্যবহার করতেন। এ নিয়ে ২০২০ সালের ২৪ জুলাই ফরাদপুর গ্রামের আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি তৎকালীন এসপি মো. শহিদুল্লাহর কাছে লিখিত অভিযোগ করেন অভিযোগে তিনি বলেন, তিনি একটি কাজে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে গেলে পরিদর্শক আবদুল বারী তাকে গালিগালাজ করেন। এছাড়া তিনি এলাকার আরও অনেকের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার করে থাকেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

এই অভিযোগ পড়ার পর বিষয়টির তদন্ত হয়। তদন্তে বারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলে। এ কারণে তাকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও করা হয়। ভুক্তভোগীরা মনে করছেন, তিন বছর আগে বারীর বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তাদের শায়েস্তা করতে তিনি আবার তদবির করে এই পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরেছেন। এতে তারা উদ্বিগ্ন।

স্থানীয়রা জানান, আবদুল বারী ওই সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুষার সরকারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। অভিযোগ দিতে খেতুর গ্রামের মনোয়ারা বেগম নামের এক বৃদ্ধাকেও অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন স্থানীয় ছাত্রলীগ কর্মী সোহেল রানাও। অভিযোগ তদন্তের সময় তারা বলেছিলেন, কেউ অভিযোগ নিয়ে গেলেই একপক্ষের অবস্থান নিয়ে বারী গালিগালাজ করেন। ভুক্তভোগীরা বলছেন, ‘আমরা যারা বারীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলাম, তাদের এখন আবার বারী হেনস্থা করতে পারেন। আমরা উদ্বিগ্ন। আমরা চাই দ্রুত তাকে প্রত্যাহার করা হোক। তা না হলে এলাকার লোকজন বিক্ষোভ করবে।’

আরও পড়ুনঃ  সোমবার শেষ হচ্ছে রাবির একুশে বইমেলা

জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘অহেতুক কাউকে হয়রানি করবে, পুলিশের এমন দিন আছে নাকি? আমরা আছি না? আমরা দেখে রাখব। বারী এলাকার কাউকে অহেতুক হয়রানি করতে পারবেন না।’

যে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার হয়েছিলেন, সেখানে আবার এই বিতর্কিত পুলিশ কর্মকর্তাকে পাঠানোর বিষয়ে জানতে চাইলে রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন বলেন, ‘বারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, সে শাস্তিও পেয়েছে। আইনে তো বলা নেই যে যেখান থেকে প্রত্যাহার হয়েছিল সেখানে আর যেতে পারবে না। এলাকার যারা বারীর কারণে ভয় পাচ্ছে, তারা আমার কাছে এলে ভয় দূর করে দেব।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675