• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শনিবার মুখোমুখি ভারত-বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:২১

শনিবার মুখোমুখি ভারত-বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (শনিবার) মাঠে নামছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে উভয় দল একটি করে জয় তুলে নিয়েছে। ফলে শেষ ম্যাচটি হতে যাচ্ছে অলিখিত ফাইনাল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

তার আগেরদিন (আজ) ম্যাচ ভেন্যুতে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অলরাউন্ডার ফাহিমা খাতুন। এ সময় তিনি জানিয়েছেন একটি দল হয়ে খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে।

আরও পড়ুনঃ  আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম ইকবাল

ফাহিমা বলছিলেন, ‘আমি সবসময় বলেছি, আমরা যদি দল হিসেবে খেলতে পারি আমাদের কাছে যেকোনো দলই পরাস্ত হবে। গত ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে দল হিসেবে পারফর্ম করতে পেরেছি আমরা। দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা রাখতে চেষ্টা করেছিলাম।’

দলের ব্যাটাররা অনেক প্রতিভাবান বলে মনে করেন ফাহিমা, ‘আমাদের প্রত্যেকটা ব্যাটারই আসলে প্রতিভাবান। আমরা সবাই জানি তাদের সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা করতে পারিনি। তবে গত দুদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ক্রিকেটার, কোচ ও টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গেই আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, দল হিসেবে আমরা জেতার চেষ্টা করব।’

আরও পড়ুনঃ  প্রথম টেস্টের দল ঘোষণা : প্রথমবার ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

তবে মাঠের খেলার বাইরে অবশ্য একটি দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের জন্য। টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে শেষ ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। তবে শেষ ম্যাচে থাকছেন না স্বর্ণা আক্তারও। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে। তিনি বলেন, ‘স্বর্ণা এই মুহূর্তে আনফিট। জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব। আর হ্যাঁ আমরা আমাদের মিডল অর্ডার নিয়ে কাজ করছি।’

আরও পড়ুনঃ  আইপিএলের কোচ বাংলাদেশ দলে, কে এই জেমস প্যামেন্ট?

সিরিজের শেষ ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর আশা কোচ তিলেকারত্নেরও, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। দ্বিতীয় ম্যাচটি আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি। এরপর আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনাও নিয়ে এসেছি। এখন পারফরম্যান্সের দায়িত্ব ওদের। আশা করছি কালকে তারা ঘুরে দাঁড়াবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675