• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামি মহিউদ্দিনের দাফন সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৮:২২

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামি মহিউদ্দিনের দাফন সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে মোহাম্মদ মহিউদ্দিনের।

আজ শুক্রবার বেলা ১১টায় জানাজা সম্পন্ন হয় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মহিউদ্দিনের। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে একসঙ্গে দুজনেরই ফাঁসি কার্যকর করা হয়। রাত ৯টার দিকে ফাঁসি কার্যকরের বিষয়টি জানানো হয় দুই আসামিকে। ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন কারাগারের ডিআইজি প্রিজন, সিনিয়র জেল সুপার ও জেলার ছাড়াও জেলা প্রশাসন, সিভিল সার্জন, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে জান্দি গ্রামের মিয়া বাড়ি জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। এর আগে, তার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম। প্রায় সাত শতাধিক গ্রামবাসী এতে অংশ নেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায়  ইভটিজিংকে কেন্দ্র করে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এর আগে, গত ২৫ জুলাই দুই আসামির সাথে শেষ সাক্ষাৎ করেছেন তাদের পরিবারের সদস্যরা। ওইদিন জাহাঙ্গীরের পরিবারের ৪০ সদস্য তার সঙ্গে দেখা করেন। আর মহিউদ্দিনের সঙ্গে দেখা করেন স্ত্রীসহ তার পরিবারের চার সদস্য।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675