• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সেরা ক্লাব এওয়ার্ড পেল রাবি সায়েন্স ক্লাব

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১০:৫০

সেরা ক্লাব এওয়ার্ড পেল রাবি সায়েন্স ক্লাব

রাবি প্রতিনিধি : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ টি ক্লাবের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব সেরা ক্লাব অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ এওয়ার্ড পেয়েছে।

আয়োজকরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন। বিজ্ঞান চর্চা চলমান রাখার উদ্দেশ্যে রাবি সায়েন্স ক্লাব ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে সৃষ্টিলগ্ন থেকে। এরই ধারাবাহিকতায় রাবি সায়েন্স ক্লাব সেরা ক্লাব এওয়ার্ড অর্জন করে।

তারা আরও জানান, YCI Leadership Award এর জন্য ৩০০ টি বিশ্ববিদ্যালয় ক্লাব নমিনেশন জমা দেওয়ার পর ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ড এর সামনে ভাইভা প্রদানের পর সেরা ২৫ টি বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে স্থান করে নেয় ‘Rajshahi University Science Club – RUSC’ এবং সর্বশেষে সেরা ক্লাব হিসেবে ১৫ টি ক্লাবের মাঝে স্থান পায়।

আরও পড়ুনঃ  বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড়ো স্বপ্ন দেখার আহ্বান মুহাম্মদ ইউনূসের

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সায়েন্স ক্লাবের হাতে তিনি এওয়ার্ড তুলে দেন। উল্লেখ্য, উক্ত এওয়ার্ডে সেরা ক্লাব হিসেবে ১৫ টি ক্লাব ভূষিত হয়। এওয়ার্ড গ্রহনের সময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. আব্দুল লতিফ, সহ-সভাপতি নাজনীন আরা নিশু ও করিমা খাতুন, সাধারন সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ শেখ সৈকত এবং সায়েন্স ফ্যান সম্পাদক শরিফুর রহমান ৷

আরও পড়ুনঃ  দেশবাসীকে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা

ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, প্রায় ৩ মাস ধরে এই এওয়ার্ডটার জন্য কাজ করেছি, ভোটিং, প্রেজেন্টেশন সহ নানা এক্টিভিটিস এর মাধ্যমে তুলে ধরে রাবি সায়েন্স ক্লাবকে পুরো দেশের সামনে। প্রায় ৫ হাজার ভোট পেয়ে ভোটিং এ সর্বোচ্চ ভোট পাওয়ার মাধ্যমে এই যাত্রার শুরু। আজ এওয়ার্ড পাওয়ার মধ্যে দিয়ে সেই যাত্রার শেষ হলো। ৩০০ ক্লাবের মধ্যে প্রাথমিক সিলেকশন, টপ ৪০ এ আসা, টপ ২৫ এ আসা এভাবে প্রতিবার ধাপে ধাপে বিজয়ী হয়ে আসার অনুভূতি বলে ব্যক্ত করার মতো নয়। “হুররে” বলে ওঠার অনুভূতির মতো। ধন্যবাদ জানাতে চাই প্রতিটি শুভাকাঙ্খীকে, ক্লাব সদস্যকে এবং ব্যাক্তি জীবনের মানুষগুলোকে। সামনের দিনগুলোতে আরো এক্টিভিটিসের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই রাবি সায়েন্স ক্লাবকে।

আরও পড়ুনঃ  চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রসঙ্গত, বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর পথচলা শুরু হয় ২০১৫ সালে।

সর্বশেষ সংবাদ

মেয়ের ছবি শেয়ার করে যা বললেন রাধিকা আপ্তে
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675