• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাবি ফোকলোর বিভাগে গুণীজন সংবর্ধনা

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৮:৪৮

রাবি ফোকলোর বিভাগে গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফোকলোর বিভাগে রবিবার বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক মুহম্মদ আবদুল খালেক ও অধ্যাপক মুহম্মদ আবদুল জলিলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অধ্যাপক আবদুল খালেক রাবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপক মুহম্মদ আবদুল জলিল রাবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ফোকলোর বিভাগের প্রথম সভাপতি ও অধ্যাপক। তাঁরা দুজনেই ২০২২ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন।

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

আজ সকাল ৯:৩০ মিনিটে রাবি ফোকলোর বিভাগের মজহারুল ইসলাম ফোকলোর গ্যালারিতে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হাসান চৌধুরী এবং বিভাগের অধ্যাপকবৃন্দের মধ্যে মোবাররা সিদ্দিকা, আকতার হোসেন, সুষ্মিতা চক্রবর্তী, অনুপম হীরা মন্ডল প্রমুখ বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন

অনুষ্ঠানে সংবর্ধিত ফোকলোরবিদদ্বয়কে উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। পরে সংবর্ধিত অধ্যাপক মুহম্মদ আবদুল জলিলের ‘লোকসংস্কৃতির বিচিত্র ভূবনে’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাবনগর’ প্রদর্শনও করা হয়।

উপাচার্য এই অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় বলেন, অধ্যাপক আবদুল খালেক ও অধ্যাপক আবদুল জলিল শুধু শিক্ষক হিসেবে নয়, ফোকলোরবিদ হিসেবেও দেশ-বিদেশে পরিচিত। তাঁরা শিক্ষা ও গবেষণার মাধ্যমে আমাদের লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ফোকলোর বিষয়ে উচ্চশিক্ষা বিস্তারে তাঁরা নিরলসভাবে কাজ করে গেছেন। এই দুই গুণীজনকে সম্মানিত করতে পেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রাজশাহী সফরে আসছেন শনিবার

বিভাগের শিক্ষক ড. মো. হাবিবুর রহমান ও ড. ফারজানা রহমান সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

সর্বশেষ সংবাদ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675