নাটোর প্রতিনিধি: নাটোর সদর ও সিংড়ায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে নাটোর কানাইখালী মাঠে ‘শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেণা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরি স্টোডিয়ামের সম্প্রসারিত ভবনের ভিআইপি লাউন্স আধুনিকায়ন, নাটোর হেলথ ক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার অফিসসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজের উদ্বোধন এবং নাটোর কানাইখালী মাঠে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অপরদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এদিন বিকালে সিংড়া নিংগইন ফয়েজ উদ্দিন আহমেদ মাঠে চলনবিল ফুটবল টুনামেন্ট-২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, খেলা মানুষকে আনন্দ দেয়, বিনোদন দেয়। তার প্রমান এ ফুটবল টুর্নামেন্ট দেখলে বুঝা যায়। চলনবিলের মানুষ কতটা খেলা প্রিয়।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে। সকল ক্ষেত্রে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে। শেখ হাসিনা আছেন বলে সারাদেশে এত উন্নয়ন হচ্ছে। সারাদেশে ৪’শটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিমার্ণ হচ্ছে। প্রতিটি মিনি স্টেডিয়াম প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হচ্ছে। আপনারা কখনো কল্পনা করেছেন সিংড়া চলনবিলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে। স্টেডিয়াম নিমার্ণের ফলে এলাকার যুবকরা খেলাধুলা প্রতি আগ্রহ বাড়বে।
সিংড়া পৌরসভার মেয়র ও চলনবিল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি, জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমানসহ সিংড়ার ১২টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলর এবং ছাত্র ও যুব নেতৃবৃন্দ। তার আগে তিনি শেখ কামাল আইটি পার্ক সংলগ্ন সিংড়ায় মিনি স্টেডিয়ামের একটি ভিত্তি প্রস্তর করেন।