স্টাফ রিপোর্টার: রাজশাহীর বেলপুকুর থানার জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ ইব্রাহিম আলী (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালায়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, অটোরিকশায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম। এ ব্যাপারে তার বিরুদ্ধে বেলপুকুর থানায় মামলা করা হয়েছে। আসামি ইব্রাহিমের বাড়ি রাজশাহীর মতিহার থানার চরসাতবাড়িয়া মহল্লায়।