• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ব্যক্তিগত কাজে কক্সবাজারে যুবলীগ নেতা নাহান

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৩:২৫

ব্যক্তিগত কাজে কক্সবাজারে যুবলীগ নেতা নাহান

স্টাফ রিপোর্টার : ব্যক্তিগত কাজে কক্সবাজারে অবস্থান করছেন রাজশাহী মহানগর যুবলীগের নেতা নাহিদ আক্তার নাহান। নগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এই নেতার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, শোকের মাস আগস্টে আনন্দভ্রমণে গিয়েছেন নাহান।

অভিযোগ অস্বীকার করে নাহান সাংবাদিকদের বলেছেন- এটি আনন্দভ্রমণ নয়, ব্যক্তিগত সফর তাঁর। যুবলীগের পদপ্রত্যাশী বলে বিতর্কিত করতে তাকে নিয়ে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষরা। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এ নেতা।

মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বুধবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি এবার নগর যুবলীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে কেন্দ্রে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এ কারণেই দলের কাছে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন মিথ্যা প্রচারণা করা হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুনঃ  সিএইচডিএফ, সিএইচডিও এবং নগর দরিদ্র মহিলা সমবায় সমিতির৩য় বার্ষিক সাধারণ সভা

নাহিদ আক্তার নাহান বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। বেদনাবিধূর এ মাসেই আওয়ামী লীগের ওপর বড় বড় দুটি আঘাত এসেছে। এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। সারাবিশে^ এ ধরনের হত্যাকাণ্ড একটি ন্যাক্কারজনক ঘটনা হিসেবে বিবেচিত। এরপর ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনাও মর্মান্তিক। আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের সকল সদস্যের জন্য এই মাসটি কষ্টের। আমি কেন, দলের কোন নেতাকর্মীরা এ মাসে কোন আনন্দভ্রমণ বা উল্লাস করবে না।’

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে কাছের দুই-একজনকে সাথে নিয়ে গত ৩০ জুলাই রাতে রাজশাহী থেকে কক্সবাজারে রওনা হই। যারা সঙ্গে তারা দলীয় কেউ নন। আমার কাছের ছোটভাই। তাদের বন্ধুরা আবার আরেকটি মাইক্রোযোগে কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আমার সাথে দেখা হয়েছিলো। আমার যে দুই ছোটভাই সঙ্গে ছিল, তারা তাদের বন্ধুদের সঙ্গে বিচে দেখা করতে যায়। আমার কাজ সেরে তখন সঙ্গে আমিও গিয়েছিলাম সবার সঙ্গে দেখা করতে। শোকের মাসে এটি আমার কোন আনন্দভ্রমণ নয়।’

নাহান বলেন, ‘সংবাদে উল্লেখ করা হয়েছে যে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ না করে নেতা-কর্মীদের নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়া হয়েছে। কিন্তু আমি ছাড়া কারো কোন দলীয় পরিচয় সেখানে উল্লেখ করা হয়নি। এখানেই বোঝা যায় আমাকে দলের কাছে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন মিথ্যা প্রচারণা করছেন একটি মহল।’

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে যুবলীগের এই নেতা বলেন, ‘যে সকল সাংবাদিক ভাইয়েরা না জেনে আমাকে দলের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যা প্রচারণা করেছেন, তারা নিজ দায়িত্বে এমন সংবাদের সংশোধন করবেন। তা না হলে আমার নামে এমন মিথ্যা সংবাদ প্রচার করার জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবো।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675