স্টাফ রিপোর্টার: খোলা কার্গো ট্রাকে দক্ষিণবঙ্গ থেকে গাঁজার একটি চালান যাচ্ছিল চাঁপাইনবাবগঞ্জের দিকে। রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা এই চালান জব্দ করেছেন। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ৪০ কেজি গাঁজা। এ সময় গ্রেপ্তার করা হয় তিনজনকে।
গ্রেপ্তার তিনজন হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মোস্তাইন কাজী (২৭), গোপিনাথপুর মাঝিগাতী গ্রামের রিপন মোল্লা (২২) এবং কোনাগ্রাম মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লা (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা বৃহস্পতিবার ভোরে রাজশাহীর দামকুড়া থানার আলীমগঞ্জ এলাকায় এ অভিযান চালান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, খোলা কার্গো ট্রাকের চালকের আসনের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বস্তাভর্তি গাঁজা। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য পেয়ে তারা এ অভিযান চালান। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে এ নিয়ে দামকুড়া থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।