অনলাইন ডেস্ক: ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বেসরকারি সংস্থাগুলোকে অনুমতি দেওয়ার কথা ভাবছে দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত পরমাণু শক্তি ইন্ডাস্ট্রি।
এ লক্ষ্যে দেশটি ছয় দশকের পুরোনো আইনেও সংশোধনী আনার চেষ্টা করছে। বুধবার সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ভারত ছয় দশকের পুরোনো পারমাণবিক শক্তি আইন পর্যালোচনা করছে, যাতে বেসরকারি সংস্থাগুলো এ কাজে জড়িত হতে পারে।
বর্তমানে ভারতের পারমাণবিক কেন্দ্রগুলোতে বেসরকারি প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে অপারেশন এবং জ্বালানি ব্যবস্থাপনা সরকারি সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকে।
জিতেন্দ্র সিং আরো বলেন, ভারতের বর্তমানে প্রায় ৭ দশমিক ৫ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। যা রাষ্ট্র-নিয়ন্ত্রিত নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা পরিচালিত হয়। ২০৩১ সালের মধ্যে এ উৎপাদন ক্ষমতা প্রায় ২২ দশমিক ৫ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
ব্যাপক হারে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রাইভেট কোম্পানিগুলোর হাতে দায়িত্ব দিতে চাচ্ছে ভারত সরকার।