সংবাদ বিজ্ঞপ্তি: ১৯৪৯ সালের ৫ আগস্ট বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জন্ম নেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যাক্তি বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেনশেখ কামাল। ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট তাঁর প্রাণ কেড়ে না নিলে হয়তো আজ শেখ কামালের বয়স হতো ৭৪ বছর।
শনিবার ( ৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় বলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে । এ উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শেখ কামালের জন্ম আগস্টের ৫ তারিখে। আমরা তাঁকে হারিয়েছি এই আগস্ট মাসে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের এগিয়ে যেতে হবে। এদেশের তরুণেরা তাঁর আদর্শ ধারণ করে গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দকে । তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের বাংলাদেশে জাতি গঠনের যে লড়াই চলছে, সেই সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত শেখ কামাল। জন্মদিনের এই ক্ষণে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।