স্টাফ রিপোর্টার: রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর বিন্দুর মোড় এলাকায় বেসরকারী গবেষণা সংস্থা ‘সুশাসনের জন্য নাগরিক’-সুজন এ কর্মসুচির আয়োজন করে।
এসময় বক্তারা বলেন, সাংবিধানিক বাধ্যবাকতা অনুযায়ী আসছে পহেলা নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কিন্তু বিরাজমান রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অনুকূল নয়। দুটি বড় দলই তাদের দাবিতে অনড়। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজপথ ততই উত্তপ্ত হচ্ছে। ফলে জনদুর্ভোগও বাড়ছে। তাই সংলাপের মাধ্যমে সংকট নিরসনের দাবি জানিয়েছে সুজন।
এসময় ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জনস্বার্থে অবিলম্বে সংলাপ ও সমঝোতা, নির্বাচনকালীন সরকারের রূটপরেখা নির্ধারণ, নির্বচিনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অংশীজনের ভূমিকা নির্ধারণ, জনপ্রশাসন ও আইনশৃংখলাবাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আহমদ সফিউদ্দিন।