• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সহিংসতা করলে সমুচিত জবাব : নয়া পুলিশ কমিশনার

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৯:৪০

সহিংসতা করলে সমুচিত জবাব : নয়া পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা করলে কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নয়া পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেছেন, কেউ যেন এখনকার পুলিশকে ২০১৩-১৪ সালের পুলিশ মনে না করেন। পুলিশ কিংবা সাধারণ মানুষের গায়ে হাত পড়লে সেই হাত এবার আস্ত থাকবে না।

রোববার আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন পুলিশের এই উপমহাপরিদর্শক (ডিআইজি)। পরদিন সোমবার বিকালে শহরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বললেন, ‘সামনে নির্বাচন। নির্বাচনমুখী চঞ্চলতা শুরু হবে। যদি আমরা কখনও দেখি ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করার উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে আমরা সমুচিত জবাব দেব।’

আরও পড়ুনঃ  রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানীর ইন্তিকাল

তিনি বলেন, ‘আমরা যদি দেখি কোন একটি মহল উস্কানি দিচ্ছে বা কোন একটি মহল রাস্তাঘাটে নেমে সুন্দর এই শান্তির শহরকে, এই গ্রীণসিটির গ্রীণ যদি কেউ রক্তে লাল করতে চায়, আমরাও বিনাহাতে ফিরে আসব না। আমরাও তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেব। আমরাও তাদের সমুচিত জবাব দেব।’

পুলিশ কমিশনার বলেন, ‘আপনারা সেই ১৩, ১৪, ১৫ সালের পুলিশ আমাদেরকে মনে করবেন না। সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, আমাদের পুলিশের গায়ে যদি হাত পড়ে, সেই হাত আস্ত থাকবে না। আমরা আইনের মাধ্যমে সেই হাতের বিচার করব। সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমাদের সহজ-সরল মানসিকতার যদি কেউ জটিল করে নিতে চায়, তাদের প্রতিও আমাদের সতর্কতা বাণী থাকল। আমরাও কিন্তু ছেড়ে কথা বলব না।’

আরও পড়ুনঃ  বাসে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে বিআরটিএর সতর্কতামূলক অভিযান

মতবিনিময় সভায় সাংবাদিকরা পুলিশ কমিশনারের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার বলেন, ‘পুলিশের কোন সদস্য যদি মাদক, জুয়া ও পতিতাবৃত্তির পক্ষে অবস্থান নেন, তাহলে তিনি আরএমপিতে থাকতে পারবেন না। শহরে যে সমস্ত কিশোর-তরুণেরা সাইলেন্সারের মুখ বড় করে প্রচণ্ড গতিতে উচ্চশব্দে বাইক হাঁকিয়ে বেড়ায়, আগামীকাল থেকেই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। স্কুল-কলেজের ড্রেস পরে যারা পদ্মাপাড়ে বসে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল থেকেই।’

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮

বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সফলতা দেখাচ্ছে। পুরো শহরেই পুলিশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা আছে। এই ক্যামেরা আরও বাড়ানো হবে। এখন থেকে ফেস ডিটেকশন ক্যামেরা লাগানো হবে। কেউ কোন অপরাধ করে ছাড় পাবে না।’

নগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা অংশ নেন। এতে আরএমপির অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675