• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পরীক্ষায় অর্ধেক প্রশ্ন কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৯:৫৫

পরীক্ষায় অর্ধেক প্রশ্ন কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার: আসন্ন এইচএসসি পরীক্ষায় ১০০ এর পরিবর্তে ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করে এ বছরের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা একটি মিছিল বের করে নগরীর জাদুঘর মোড় হয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

শিক্ষার্থীরা জানায়, ২০২২ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা দীর্ঘ আড়াই বছর সময় পেয়েছে। পূর্ণ নম্বরের প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিল। কিন্তু ২৩-ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের সময় দেওয়া হয়েছে মাত্র দেড় বছর। এছাড়া আইসিটি বিষয়টিও ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটি অবহেলা করা হয়েছে।

পরীক্ষায় আইসিটি বিষয় বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, সকল বিষয়ে আমাদের পূর্ণ নম্বর ৫০ দিতে হবে, নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো। কারণ সামনে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ আমরা সময় স্বল্পতার কারণে কোনো প্রস্তুতিই নিতে পারি নি।

আরও পড়ুনঃ  বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত

এসময় পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী সরকারি সিটি কলেজের তন্ময়, রাতিন, মাহফুজ, আবু হাসান জাহিদ, নিউ ডিগ্রি কলেজের মেহেদী হাসান রেজা, শহীদ কামারুজ্জামান কলেজের রুমেলসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আমাদের সব অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের অবদান রয়েছে : ধর্ম উপদেষ্টা

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ‘পরীক্ষাটা শুধু রাজশাহী বোর্ডের নয়। তাই রাজশাহী বোর্ডের একক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675