স্টাফ রিপোর্টার: রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানিয়েছেন, রাজশাহীতে মাদক নির্মুলে অভিযান আরও জোরদার হবে। তিনি যতদিন দায়িত্বে থাকবেন, মাদক নির্মুলে কাজ করে যাবেন। মঙ্গলবার রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার সভায় বলেন, রাজশাহী অঞ্চলে কৃষিজমি বিনষ্ট করার অপচেষ্টা চলছে। কৃষিজমি রক্ষায় তিনি থানাগুলোর মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সনাতন চক্রবর্তী, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম প্রমুখ।