সংবাদ বিজ্ঞপ্তি: কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বাদ যোহর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মোঃ সাইদুর রহমান। পরবর্তীতে বঙ্গবন্ধু অঙ্গনের সামনে রক্ষিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।