স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২৩৮ গ্রাম হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আহমেদ আফনান ওরফে হযরত (২০)। গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় তার বাড়ি। র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ অভিযান চালায়।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঢাকাগামী একটি বাসে যাত্রীবেসে হেরোইন নিয়ে যাচ্ছিলেন হযরত। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা মোড়ে বাসটিকে থামায় র্যাব। এ সময় জানালা খুলে পালানোর চেষ্টা করেন হযরত। তখন তাকে আটক করে তল্লাশি করা হলে তার কাছে হেরোইন পাওয়া যায়। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।