ইতালির পোর্তো তোলে উপকূলের এক হ্রদে ভেসে বেড়াচ্ছে শত শত কাঁকড়া।
ইতালির পোর্তো তোলে উপকূলের এক হ্রদে ভেসে বেড়াচ্ছে শত শত কাঁকড়া।ছবি: রয়টার্স
ইতালির হ্রদগুলোয় হঠাৎ নীল কাঁকড়া বেড়েছে। এসব কাঁকড়া মাছ, মাছের ডিম, ঝিনুক ও জলজ প্রাণী খেয়ে ফেলছে। এতে করে হুমকিতে পড়েছে দেশটির বড় একটি শিল্প খাত। কাঁকড়ার ‘আগ্রাসন’ থামাতে নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এরপরও কাঁকড়ার সংখ্যা কমছে না।
মূলত আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে নীল কাঁকড়ার বাস। এত দিন ইতালির অগভীর হ্রদগুলোয় এই প্রজাতির ‘আগ্রাসী’ কাঁকড়া তেমন একটা পাওয়া যেত না। কিন্তু সাম্প্রতিক সময়ে এর পরিমাণ অনেক বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে উত্তর ইতালির পো নদীর অববাহিকায়।
গবেষণার বরাতে এমানুয়েলে রোসেত্তি নামে স্থানীয় এক সামুদ্রিক জীববিজ্ঞানী বলেন, এসব নীল কাঁকড়া কম বয়সী প্রায় ৯০ শতাংশ ঝিনুককে খেয়ে ফেলেছে। এতে করে ভবিষ্যতে ইতালিতে ঝিনুক বিলুপ্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতালির জনপ্রিয় খাবার পাস্তায় ঝিনুক ব্যবহার করা হয়।
এমানুয়েলে রোসেত্তি বলেন, শুধু পো নদীর অববাহিকাই প্রতিদিন ১২ থেকে ১৫ টন কাঁকড়া ধরা হচ্ছে। এরপরও কাঁকড়ার সংখ্যা কমছেই না। বরং প্রতিদিন আরও বেশি কাঁকড়া দেখা যাচ্ছে।
ইতালিতে হঠাৎ এভাবে নীল কাঁকড়া কেন বাড়ল, বিজ্ঞানীরাও এর সুস্পষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তবে তাঁদের ধারণা, হঠাৎ কাঁকড়ার এ উৎপাতের কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন।
তবে ইতালির ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড রিসার্চের সামুদ্রিক সম্পদ বিশেষজ্ঞ সাসা রাইচেবিচের ধারণা, জাহাজের নিচের অংশে করে এসব কাঁকড়া উপকূলে এসেছে।
হ্রদগুলোয় কাঁকড়ার এমন উৎপাত দেখতে গত শনিবার পো নদীর অববাহিকা পরিদর্শনে যান ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো লোলোব্রিগিদা। সেখানে গিয়ে সামগ্রিক পরিস্থিতি দেখার পর তিনি কাঁকড়া তাড়াতে সরকারের জরুরি তহবিল থেকে ২৯ মিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
মূলত মৎস্যজীবী মানুষ ও মৎস্যজীবী বিভিন্ন সমিতিকে সরকারি বরাদ্দ দেওয়া হবে। বরাদ্দকৃত অর্থ দিয়ে তারা বড় পরিসরে মাছ ধরার অভিযান চালাবে, যাতে কাঁকড়ার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়। এদিকে বেশি করে কাঁকড়া ধরতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে জেলেদের।