• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডিমের দাম নিয়ন্ত্রণে রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৫:৩৬

ডিমের দাম নিয়ন্ত্রণে রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। আকার ভেদে খুচরা ৫০ থেকে ৫৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে ডিম।
আর পাইকারি ১০০ ডিমের দাম ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৩৭৫ টকা চলছে।

উদ্ভূত পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নারী আটক

শুক্রবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক মাসুম আলী।

এ সময় মূল্যতালিকা ও বিক্রয় রশিদ না থাকায় সাহেববাজারের পাইকারি ও খুচরা বাজারের তিনটি ডিমের দোকান ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: ১নারী নিহত, শিশুসহ আহত ৪

এর মধ্যে মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সেলিম এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা ও পিন্টু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের অন্য ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

অভিযানের পর সহকারী পরিচালক মাসুম আলী জানান, রাজশাহীর ডিমের বাজারে অসাধু ব‌্যবসায়ী‌দের কারণে ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তাই তাদের বিরুদ্ধে তদার‌কিমূলক এই অভিযান অব্যাহত থাকবে।

এরপরও কোনো রকম কারসাজি পাওয়া গেলে আরও বেশি জরিমানা করা হবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675