স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১১৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সপুরা কাঠমিল এলাকায় এ অভিযান চালায়। তাদের কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর শিরোইল কলোনী এলাকার মো. আকাশ (২৫) ও টিকাপাড়া এলাকার নূর আলম (২৯)।
শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, এর আগে গতবছরও দুই আসামি একসঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চোলাই মদসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় আরেকটি মামলা করা হয়েছে।