• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বোমা হামলার শঙ্কায় খালি করা হলো আইফেল টাওয়ার

প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ৯:১৪

বোমা হামলার শঙ্কায় খালি করা হলো আইফেল টাওয়ার

অনলাইন ডেস্কঃ বোমা হামলার আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার খালি করা হয়েছে। শনিবার নিরাপত্তা সতর্কতার কারণে আইফেল টাওয়ারের তিনটি তলা ও এর সামনের চত্বর খালি করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান। যা গত বছর ৬২ লাখের বেশি মানুষ টাওয়ারটি দেখতে প্যারিসে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ  লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’, হুঁশিয়ারি চীনের

আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতে বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে।

সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে তল্লাশি চালানোর ঘটনা এককেবারে স্বাভাবিক পদ্ধতি। যদিও এমন ঘটনা বিরল।

আরও পড়ুনঃ  রেকর্ড গতিতে গলছে পৃথিবীর হিমবাহগুলো

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার কিছুক্ষণ পর আইফেল টাওয়ারের তিনটি তলা এবং স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।

আইফেল টাওয়ারের দক্ষিণ স্তম্ভে একটি পুলিশ স্টেশন রয়েছে। টাওয়ার চত্বরে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার আগে কর্তৃপক্ষ ভিডিও নজরদারি ও নিরাপত্তা তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ  ইউক্রেনের যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠক আমেরিকা ও রাশিয়ার

ফ্রান্সের বিখ্যাত এই টাওয়ারের নির্মাণকাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয়। ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণকাজ শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ১৮৮৯ সালে টাওয়ারটি খুলে দেওয়ার সময় আয়োজিত ওয়ার্ল্ড ফেয়ারে প্রায় ২০ লাখ দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675