• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইউএনও নম্বর ক্লোন করে প্রতারণা, যুবকের ৩ বছরের কারাদণ্ড

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৪:০৫

ইউএনও নম্বর ক্লোন করে প্রতারণা, যুবকের ৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম্বার ক্লোন করে প্রতারণার দায়ে রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাকিবুল লালমনিরহাটের কেরানীগঞ্জের মহিশামুড়ি এলাকার আলতাফ মাস্টারের ছেলে। এই মালমা থেকে দুই আসামিকে খালাস দেন আদালত।

রোববার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইবুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দান। এ সময় আসামি রাকিবুলকে মোট তিন বছরে কারাদণ্ড ছাড়াও ২ লাখ টাকা জরিমানা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পুনর্মিলনী

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর দুর্গাপুরের শামসুল ইসলামকে একই উপজেলার ইউএনও নাম্বার ক্লোন করে ফোন দেন রাকিবুল ইসলাম। এ সময় শামসুল ইসলাম এর থেকে ৩০ হাজার টাকা নগদ বিকাশের মাধ্যমে চান রাকিবুল। এরপরে তারা ২৮ হাজার টাকা পাঠায়। পরে তাদের বিষয়টি সন্দেহ হলে প্রতারক রাকিবুলকে জিজ্ঞেস করলে তিনি কথা না বলে ফোন রেখে দেন। পরে এই ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী শামসুল।

আরও পড়ুনঃ  বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেপ্তার ৩

সাইবার ট্রাইবুনালের পিপি ইশমত আরা বলেন, আসামি রাকিবুল ইসলামের বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

আরও পড়ুনঃ  বাঘায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ :ভ্যান চালকের মৃত্যু

তিনি বলেন, এই মামলায় মাইদুল ইসলাম মিলন ও সাইদুল ইসলাম দ্বয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করে আদালত।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675