স্টাফ রিপোর্টার : রাজশাহীর অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে রাজশাহীর কাটাখালী থানার ভারতীয় সীমান্তের ১০ নম্বর চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
তিনি জানান, মাদক ব্যবসায়ী আক্কাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত আক্কাস। তার ব্যবসায়ীক পার্টনার ডাসমারি এলাকার আলো ক্রসফায়ারে নিহত হয়েছেন।
ওসি আরও জানান, আলো নিহত হওয়ার পর থেকে আক্কাস দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।