• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৫:৪২

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর-পলুপাড়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম (সেবা) র নির্দেশনায় ও ওসি সাজ্জাদ হোসেনের তত্বাবধানে, শনিবার (১২আগষ্ট) ও রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ককটেল উদ্ধার করে সদর মডেল থানা পুলিশের এসআই ওবায়দুল ও সঙ্গীয় ফোর্স।

আরও পড়ুনঃ  সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন ৯৯৯ নম্বরে কল পেয়ে জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে এ ককটেল উদ্ধার অভিযান সম্পন্ন করেন।

ওই বাড়ির মালিক রামচন্দ্রপুর-পলুপাড়া গ্রামের ফানুস মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৫০) রবিবার (১৩ আগষ্ট) সকালে জানান, গতকাল শনিবার সকালে ককটেল ফেলে যায় আবার একইদিন রাত সোয়া ৯ টার দিকে ছাদের উপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

আজকে সকালেও বাড়ির সামনে ককটেল ফেলে যায় বলে জানান। তবে সরজমিন গিয়ে সেটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির সামনে দেখতে পাওয়া যায়। তিনি আরও বলেন, গত কয়েকদিন থেকে কেউ আমাদের বাড়ির আশেপাশে ককটেল ফেলে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ চার সমন্বয়ক

উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে অজ্ঞাত কেউ ককটেল রেখে যেতে পারে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গতকাল ও আজ পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675