• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মেয়াদ বাড়লো আখতার জাহানের

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:০২

মেয়াদ বাড়লো আখতার জাহানের

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহানের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে আরও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

এর আগে ২০২১ সালের ৬ জুলাই তাকে প্রথমবার দুইবছরের জন্য বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আখতার জাহান এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেফতার ৪

দ্বিতীয়দফা নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ১৩ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পরবর্তী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।’

আরও পড়ুনঃ  এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা

এদিকে বিএমডিএর চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম আখতার জাহান। তিনি বলেছেন, ‘জাতির পিতার আদর্শ ধারণ করে আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675