• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পিটিয়ে হত্যার অভিযোগে মান্দায় বাছুরের ময়নাতদন্ত

প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ১০:২৯

পিটিয়ে হত্যার অভিযোগে মান্দায় বাছুরের ময়নাতদন্ত

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধে ছয় মাসের একটি বাছুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাছুরটির ময়নাতদন্তের জন্য মরদেহটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার বৈলশিং মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ময়না বেগম মান্দা থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ময়না বেগম বলেন, ‘শরিকান জমি নিয়ে আব্দুল জলিল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান আব্দুল জলিল। বাধা দেওয়ায় উভ‍য় পক্ষের সংঘর্ষে মিরাজুল ইসলাম, রুবেল হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’

আরও পড়ুনঃ  আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ময়না বেগম অভিযোগ করে বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য আমার পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিল। এই সুযোগে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে শনিবার দুপুরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় একটি বাছুরকে পিটিয়ে হত্যা করে।’

আরও পড়ুনঃ  অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

এই অভিযোগে আব্দুল জলিল মোল্লা বলেন, ‘প্রতিপক্ষের লোকজন নিজেরাই বাছুরটিকে হত্যা করে তার দায় আমার ওপর চাপানোর চেষ্টা করছে। এর সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নই।’

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, মারধর মামলার বাদী ময়না বেগমের অভিযোগের ভিত্তিতে বাছুরটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে বাছুরটির মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করা হবে। না হলে সঠিক কারণ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675