• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে শোক দিবসে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩ ৬:০১

রাজশাহীতে শোক দিবসে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শোক দিবসের কর্মসূচি থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের স্মরণ করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন হয় এই বিভাগীয় শহরে।

আরও পড়ুনঃ  বাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন-রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সোমবার শেষ হচ্ছে রাবির একুশে বইমেলা

এর আগে সেখানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সেখানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের নেতৃত্বে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন

সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ পক্ষ থেকে নগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু হলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর র‌্যাব-৫ সদর দপ্তরে রক্তদান কর্মসূচি পালন করা হয়। সেখানে র‌্যাব সদস্যরা রক্তদান করেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675