শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আনিসুর রহমান।
শিবগঞ্জ উপজেলায় মাদক-অস্ত্র উদ্ধার, ডাকাতি-হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এই পুরস্কার আরও ভালো কাজের প্রেরণা জোগাবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।