স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গুর চোখ রাঙানি কমছেই না। গত ২৪ ঘন্টায় আরও ১৮ জন ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ রামেক (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিশেষায়িত ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, বৃহস্পতিবার রাত ৯ টা থেকে শুক্রবার ৯ টা পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৫০ জন স্থানীয় বাসিন্দা। ২৪ ঘন্টায় ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এ পর্যন্ত মোট ৬৮৫ জন ব্যক্তি হাসপাতাল থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০২ জন। এরমধ্যে স্থানীয় ২৯৩ জন। এ পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, ডেঙ্গু পরিস্থিতি তেমন ভালো না। প্রতিনিয়তই আক্রান্ত রোগী বাড়ছে। সর্তকতার কোন বিকল্প নেই।