• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চেরনিহিভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায়, বহু মানুষ হতাহত

প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ৬:০৩

চেরনিহিভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায়, বহু মানুষ হতাহত

অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত শহর চেরনিহিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। এতে অন্তত ৫ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবারের (১৯ আগস্ট) এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, রুশ সেনারা যেখানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটার ছিল।

আরও পড়ুনঃ  মিয়ানমারে নিহতের সংখ্যা ছাড়াতে পারে হাজার : ইউএসজিএস

ম্যাজেসিং অ্যাপ টেলিগ্রামে হামলার বিষয়টি অবহিত করে জেলেনস্কি জানান, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আমাদের চেরনিহিভ শহরের ঠিক ভেতরে আঘাত হেনেছে।’

তিনি আরও লিখেছেন, ‘একটি চত্বর, একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং একটি থিয়েটার… একটি সাধারণ শনিবার যেটিকে রাশিয়া একটি বেদনা ও দুঃখের দিনে পরিণত করেছে।’

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ : কানাডার প্রধানমন্ত্রী

চেরনিহিভ শহরটি বেলারুশ থেকেও খুব কাছে অবস্থিত। সেখানে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে সোভিয়েত আমলের একটি ভবনের পাশে ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া সেখানে পার্ক করে রাখা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনের ছাদ ধসে পড়েছে এবং অন্যান্য ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে।

আরও পড়ুনঃ  সৌদিসহ ১১ দেশে আজ ঈদ উদযাপন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার চেরনিহিভে একটি ড্রোন প্রদর্শনী সমাবেশের ঘোষণা দিয়েছিল ইউক্রেন। ওই সমাবেশে ইউক্রেনীয় ড্রোন উৎপাদনকারী, বিমান চালনা প্রশিক্ষণ স্কুল এবং যুদ্ধের সম্মুখভাগে ড্রোন পরিচালনাকারী সেনাদের বৈঠক হওয়ার কথা ছিল।

সর্বশেষ সংবাদ

মেয়ের ছবি শেয়ার করে যা বললেন রাধিকা আপ্তে
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675