• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রজনীকান্তের ‘জেলার’ দেখলেন ফুটবলার রোনালদো!

প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ৬:২৫

রজনীকান্তের ‘জেলার’ দেখলেন ফুটবলার রোনালদো!

অনলাইন ডেস্কঃ দুই বছর বিরতি দিয়ে ফিরলেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। ফিরেই বাজিমাত করলেন ‘থালাইভা’। প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ‘জেলার’ ছবির আয় দাঁড়িয়েছে ৪৫০ কোটি রুপি। বক্স অফিসে রীতিমতো সুনামি বইয়ে দিচ্ছে রজনীকান্তের নতুন এই সিনেমা।

শুধু ভারতেই নয় পুরো বিশ্বেই ছড়িয়ে আছে রজনী-ভক্ত। তাই বলে কি ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও এই নায়কের ভক্ত! বলা তো যায় না, হলেও হতে পারেন।

আরও পড়ুনঃ  ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

সম্প্রতি খবর রটে যায়, রজনীকান্তের ‘জেলার’ ছবিটি সপরিবারে দেখেছেন রোনালদো। বর্তমানে পরিবার নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। সূত্রের খবর, সেখানকার একটি মাল্টিপ্লেক্সেই সিনেমাটি উপভোগ করেন এই ফুটবল সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির মাধ্য়মেই রটে যায় এই খবর।

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

এর আগে, জাপান থেকে এক দম্পতি ভারতের চেন্নাইয়ে ছুটে আসেন ‘জেলার’ দেখতে। ইয়াসুদা হিডেতোসি নামে রজনীকান্তের ওই জাপানি ভক্ত শুধু তামিল ভাষায় ছবি দেখেই ক্ষান্ত থাকেননি, পাশাপাশি হল থেকে বেরিয়ে সেখানকার সংবাদমাধ্যমের কাছে থালাইভাকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন। যে ছবি-ভিডিও ইতোমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “জেলার’ ছবি দেখতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।” জানা গেছে, ইয়াসুদা জাপানের রজনীকান্তের ফ্যানক্লাবের ক্যাপ্টেন।

আরও পড়ুনঃ  বুবলীর নতুন অধ্যায় শুরু

উল্লেখ্য, গত ১০ আগস্ট মুক্তি পায় অ্যাকশন-কমেডি ঘরানার ‘জেলার’। তামিল এই ছবিতে রজনীকান্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রাম্যা কৃষ্ণান, মোহনলাল, শিব রাজকুমার, বসন্ত রবি এবং তামান্না। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675