• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নাটোর জেলা তথ্য অফিসের আলোচনা সভা

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:০২

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নাটোর জেলা তথ্য অফিসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা আজ (১৯ আগস্ট) নাটোর জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এ আলোচনা সভা আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাছুদুর রহমান, নাটোর জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সিরাজুল ইসলাম এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রেমিনা জান্নাত ।

আরও পড়ুনঃ  বাঘায় আইন-শৃঙ্খলাসহ রমজানে দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখার লক্ষ্যে আলোচনা সভা

প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের ভূঁঞা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছে স্বাধীনতা বিরোধী চক্র। তাদের ভূমিকা এখনো পরিলক্ষিত হচ্ছে। একটি উন্নত রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক তাঁর (প্রধানমন্ত্রীর) হাত কে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। পুলিশ সুপার অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এসময় নাটোরকে সন্ত্রাসমুক্ত রাখতে এবং স্বাধীনতা বিরোধীদের তৎপরতা রুখতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু

জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অলক মৈত্র, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান স্ঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার রূপ কুমার বর্মন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675