• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৫ ছাত্রলীগ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার

প্রকাশ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ১:২৫

৫ ছাত্রলীগ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা জালিয়াতির অভিযোগে জড়িত ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে রাবির চারজন ও নগর ছাত্রলীগের এক নেতা রয়েছে।
শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত ৫ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়।
স্থায়ী বহিষ্কৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, রাবির শের-ই বাংলা ফজলুল হক হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাবি শহীদ হবিবুর রহমান হল শাখার কর্মী মহিবু মমিন সনেট, শের-ই বাংলা ফজলুল হক হল শাখার কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকুল ইসলাম।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নিবে সেটা মেনে চলতে আমরা বাধ্য। তন্ময় এর আগেও বহিষ্কার হয়েছিল, পরে আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। পুনরায় সে আবার অপকর্মের দায়ে আজকে আবার স্থায়ীভাবে বহিষ্কার হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এবিষয়ে অবগত ছিলেন। তারা সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কেউ এমন অপকর্মে যুক্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675